রাত পোহালেই তিন সিটিতে ভোট
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দলীয় প্রতীকে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। বরিশাল সিটিতে ১১টি, রাজশাহী ও সিলেটে ২টি করে ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
ইসি থেকে জানানো হয়, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সোমবার ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ইতোমধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিকট নির্বাচনী মালামাল বিতরণ করা হয়েছে।
তিন সিটি করপোরেশনের নির্বাচনী এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, তিন সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, রাজপথের বিরোধী দল বিএনপি ছাড়াও কয়েকটি দলের প্রার্থী থাকায় নির্বাচনী এলাকায় বিরাজ করছে রাজনৈতিক উত্তাপ। এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের মাঠে রাখা হয়েছে।
তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী এলাকাগুলোতে টহল দেবেন।
পাশাপাশি অতিরিক্ত জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও রয়েছেন নির্বাচনী এলাকায়।
তারা মঙ্গলবার পর্যন্ত মাঠে থাকবেন। সাধারণ কেন্দ্রে ২২ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন।
এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন ও মহিলা ১ লাখ ৬২ হাজার ৫৩জন।
ভোট কেন্দ্র ১৩৮টি ও ভোট কক্ষ ১ হাজার ২৬টি।
এ সিটিতে মেয়র প্রার্থী মোট ৫ জন।
বরিশাল সিটিতে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন।
এর মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন ও মহিলা ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। ভোটকেন্দ্র ১২৩টি ও ভোট কক্ষ ৭৫০টি।
এ সিটিতে মেয়র প্রার্থী মোট ৬ জন।
সিলেট সিটিতে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন।
এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন ও মহিলা ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন।
ভোটকেন্দ্র ১৩৪টি ও ভোট কক্ষ ৯২৬টি।
এ সিটিতে মেয়র প্রার্থী মোট ৭ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন