রানা প্লাজার দুর্ঘটনায় এতিম বালিকাদের পাশে ‘বৃন্ত’
বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রানা প্লাজার দুর্ঘটনায় এতিম বালিকাদের পাশে দাঁড়িয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বৃন্ত। মঙ্গলবার (২০ জুন) বিকাল ৪ টায় সাভারের পাথালিয়ার আঞ্জুমান আজিজুল ইসলাম বালিকা হোমে (এতিমখানা) রানা প্লাজা ধসের ঘটনায় বসবাসরত এতিম বালিকাদের ঈদ উপহারের জন্য হোম সুপার নুরুন্নাহার ইয়াসমিনের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন সংগঠনটির সভাপতি সাব্বির আহমেদ প্রিন্স।
এসময় বৃন্তের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হোসেন ফয়সাল, সমকাল সুহৃদ সমাবেশ গণ বিশ্ববিদ্যালয় ইউনিটের কোষাধ্যক্ষ নাইম জোয়ার্দার, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মাহফুজ ইকবালসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
হোম সুপার নুরুন্নাহার ইয়াসমিন বলেন, ‘রানা প্লাজা ধসের নৃশংসতায় পরিবার হারানো বালিকাদের পাশে বিশ্ববিদ্যালয়ের তরুণরা এসে দাঁড়িয়েছে। আমরাও চেষ্টা করছি এই কোমলমতি শিশুরা যেন সঠিকভাবে বিকশিত হতে পারে, পরিবার হারানোর বেদনা ওদের যেন স্পর্শ না করে’।
বৃন্তের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হোসেন ফয়সাল বলেন, ‘যখন জানতে পারি রানা প্লাজার ঘটনায় পরিবার হারানো ২০ জন শিশু এখানে থাকে তখন ভেবেছি ওদের জন্য কিছু করা যায় কিনা’। পরিবার হারানো শিশুদের পাশে থাকায় বৃন্তের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘ একমাত্র তরুণরাই পারে অন্ধকারকে জয় করতে’। ভবিষ্যতে বৃন্ত মানুষের সাহায্যে আরও ভালো কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন