রানী না হওয়া পর্যন্ত কোনো ভাতাই নেবেন না এই রাজকুমারি
১৭ বছর বয়সী নেদারল্যান্ডের রাজকুমারি ক্যাথেরিনা আমালিয়া সামনের বছর রানীর দায়িত্ব পাবেন।
নিয়মানুযায়ী রানী হওয়ার আগ পর্যন্ত বছরে ১৪ লাখ পাউন্ড ভাতা পাবেন তিনি। কিন্তু বিশাল অঙ্কের এই ভাতা গ্রহণে অস্বীকৃতি জানালেন এই ডাচ রাজকুমারি। খবর মিররের।
ক্যাথেরিনা সাফ জানিয়ে দিয়েছেন রানীর দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত কোনো ভাতা নিবেন না। কারণ, বিপুল এই অর্থ কোনোভাবে ফেরত দিতে না পারলে অস্বস্তিতে ভুগবেন তিনি। এই রাজকুমারি এ সংক্রান্ত একটি চিঠি লিখেছেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী বরাবর।
উল্লেখ্য, এ বছরের ডিসেম্বরে ১৮তম জন্মদিন পালন করবেন তিনি। সম্প্রতি মাধ্যমিকের গন্ডি পার করেছেন, অনার্স শুরু করার আগে এক বছরের বিরতি নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। এর মধ্যে বেলজিয়ামের এক রাজপুত্রের সাথে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন