রামপুরায় বৃদ্ধের এলোপাতাড়ি গুলি

রাজধানীর রামপুরায় এক বৃদ্ধের এলোপাতাড়ি গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। তবে দুজনেরই নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই বৃদ্ধকে আটকের চেষ্টা করছিল পুলিশ।
রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার রাইজিংবিডিকে বলেন, ‘৮০ বছর বয়স ওই ব্যক্তির। সম্ভবত মতিভ্রম হয়েছে। এ কারণে তিনি নিজের লাইসেন্স করা পিস্তল নিয়ে গুলি করেন। এক সময় তিনি পিস্তল নিয়ে বাসার ভেতর চলে এসে অবস্থান করেন।’
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরার উলন রোডের বাসার বারান্দা থেকে ২/৩ রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। এরপরই ওই বৃদ্ধ রাস্তায় বের হন এবং আরও কয়েক রাউন্ড গুলি করে আবার বাসার ভেতর ঢুকে যান। তিনি বাংলাদেশ বিমানবাহিনী থেকে অবসর নেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন