রাম রহিমকে ‘যৌন আসক্ত’ বললেন সাবেক বিগ বস প্রতিযোগী
ধর্ষক বাবা গুরমিত রাম রহিম সিংয়ের ‘কীর্তি’ নিয়ে এখনও মুখ খুলছেন অনেকেই। এবার সেই তালিকায় যোগ হলো আরও একটি নাম। বাবাকে ‘সেক্স অ্যাডিক্ট’ (যৌন আসক্ত) বলে তোপ দাগলেন সাবেক বিগ বস প্রতিযোগী মারিনা কুয়ার।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাত্কারে সম্প্রতি মারিনা জানিয়েছেন, রাম রহিম তাকে রাত ২টার সময় ফোন করে ছবির চিত্রনাট্য শুনতে ডাকতেন। তিনি সে সময় গেলে রাম রহিম মারিনার শরীরের বিভিন্ন অংশে আপত্তিজনকভাবে হাত দিতেন। তাকে যৌন হেনস্থার চেষ্টা করতেন বলেও অভিযোগ করেন তিনি।
মারিনার দাবি, তিনি একবার রাম রহিমের ডেরায় গিয়েছিলেন। সেখানে রাম রহিম তাকে জোর করে জড়িয়ে ধরেন। এ ছাড়া একটি পানীয় খেতে বলেন। যা খেলে তার শরীর-মন থেকে সমস্ত নেতিবাচক ভাবনা দূরে চলে যাবে বলে দাবি করেছিলেন রাম রহিম।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সাক্ষাত্কার দেওয়ার পর গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মারিনা। তার দাবি, সকলের সমর্থন পেতেই তিনি রাম রহিমের স্বরূপ সামনে এনেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন