রাশিয়াকে ইউক্রেনে হামলা বন্ধ করতে বললেন ট্রুডো
পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবরে তাৎক্ষণিক ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার বিদ্যুৎকেন্দ্রে এই ভয়াবহ হামলা নিয়ে মুখ খুললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির।
শুক্রবার টুইটারে তিনি এ আহ্বান জানান। ট্রুডো লেখেন, জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলার বিষয়ে আমি মাত্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছি। এ ধরনের অগ্রহণযোগ্য হামলা রাশিয়াকে অবিলম্বে বন্ধ করতে হবে।
একইসঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে অন্যতম বিশ্ব পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়। আজ শুক্রবার অভিযানের নবম দিন। বিগত আট দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন