রাশিয়ার দুই জয়ে যা বললেন পুতিন
সৌদি আরবের পর মিসর বধ, দুই জয়ে সবার আগে বিশ্বকাপের শেষ ষোলোয় স্বাগতিক রাশিয়া। এমন পারফরম্যান্সে খুশি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন সাফল্যে পুতিন উচ্ছ্বসিত, প্রতিক্রিয়ায় বলছেন ‘বেশ ইতিবাচক’ জয়। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র সংবাদমাধ্যমক এ তথ্য জানান।
গত ১৯ জুন গ্রুপ এ’র ম্যাচে ৩-১ ব্যবধানে সালাহ’র মিসরকে হারায় রাশিয়া। সেইন্ট পিটার্সবার্গের ওই ম্যাচে প্রথমার্ধে যা-ও একটু প্রতিরোধ গড়তে পেরেছিলেন মিসরীয়রা। রুশদের একটি আত্মঘাতী গোল উপহার দিয়েই ভেঙে পড়ে তারা। স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন ডেনিস চেরিশেভ। ৩-০তে নিয়ে যান আর্টেম জউবা।
মিসরীয়দের পক্ষে একমাত্র গোলটি পেনাল্টি থেকে শোধ করেন দলটির লিভারপুল সেনসেশন সালাহ। আগে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে বিধ্বস্ত করে রুশরা। এমন সাফল্য উচ্ছ্বসিত করেছে পুতিনকে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানেও উচ্ছ্বসিত ছিলেন পুতিন। বলেছিলেন, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর। আমরা বিশ্বকাপের আয়োজন করতে পেরে সত্যিই দারুণ খুশি। এখানে সবাই ফুটবলকে দারুণ ভালোবাসে। রাশিয়া এক বন্ধুত্বসুলভ দেশ। আমি সব দলের সাফল্য কামনা করি। রাশিয়ায় স্বাগতম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন