রাষ্ট্রপতিকে বিব্রত করতেই ইসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুদক আইনজীবী
রাষ্ট্রপতিকে বিব্রত করতেই ৪২ জন বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে বলে মন্তব্য করেছেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
রোববার (২৭ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
দুদকের জ্যেষ্ঠ আইনজীবী বলেন, কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে জানাতে হয়, এতেও না হলে আদালতে যেতে হয়, কিন্তু তা না করে রাষ্ট্রপতির কাছে যাওয়া বিশৃঙ্খলা সৃষ্টির জন্য।
৩ হাজার ৬০০ কোটি টাকা পাচারের মামলায় পলাতক পিকে হালদারের তদন্ত শেষ পর্যায়ে বলেও জানান অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন