রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে ময়মনসিংহের গৌরীপুরের প্রান্তিক জনগোষ্ঠীর সাথে মতবিনিময়
রাষ্ট্র সংস্কারে প্রান্তিক জনগোষ্ঠীর সম্পৃক্ততা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শনিবার রাতে গৌরীপুর মহিলা কলেজ অডিটোরিয়ামে এই আলোচনার সভার আয়োজন করে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি। সেখানে প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ তাদের মতামত ব্যক্ত করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও ১৪৭,ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের মনোনয়ন প্রত্যাশী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
এ সময় তিনি বলেন, বিগত ১৫ বছরের শাসনামলের অনিয়ম ও দুর্নীতি দেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। এই অবস্থা থেকে দেশকে সংস্কার করে গড়ে তুলতে আমাদের নেতা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। ৩১ দফাই বাংলাদেশের মুক্তির সনদ।
গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান সিরাজের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক এনজিও কর্মকর্তা মনিরুজ্জামান মনির।
বক্তব্য দেন গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মণ্ডল, গৌরীপুর পৌর বিএনপ’র সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জায়েদুর রহমান, সদস্য আব্দুল মান্নান তালুকদার, এখলাছুর রহমান কিরণ, আব্দুল মোতালেব, গৌরীপুর জংশনের লেবার সর্দার আল-আমিন, তৃতীয় লিঙ্গের সর্দার প্রিয়া রাণী হিজড়া, হরিজন পল্লী উন্নয়ন পরিষদের সভাপতি রংলাল বাশফোড়।
সাধারণ সম্পাদক সুগ্রিম বাশফোড়, গৌরীপুর উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সভাপতি গৌরাঙ্গ ক্ষত্রীয়, সাধারণ সম্পাদক অসীম চন্দ্র ক্ষত্রীয়, গৌরীপুর রবিদাস সংগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি গনেশ রবিদাস, সাধারণ সম্পাদক রনজিৎ রবি দাস, গৌরীপুর জেলে সম্প্রদায়ের সভাপতি মংলা, রামগোপালপুর গুচ্ছগ্রাম সাধারণ সম্পাদক জীবন রবি দাস, শাহগঞ্জ আবাসনপ্রকল্পের সভাপতি হাজেরা, ঝালমুড়ি বিক্রেতা মনোয়ার প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




