রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রনে শিক্ষার্থীরা, খাবার-পানি দিয়ে সহযোগীতা করছে দিনাজপুরে বীরগঞ্জবাসী
দিনাজপুরের বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যলয়ের নবম শ্রেনীর ছাত্র সাকিব। ১৫ বছর বয়সী সাকিবের যে সময় বন্ধুদের সঙ্গে আড্ডা,মাঠে খেলাধুলা, গল্পে মজে থাকার কথা কিংবা নেহাতেই ঘরে বসে পড়ালেখার কথা, ঠিক সে সময়টি পার করছে বীরগঞ্জ পৌর শহরের সবচেয়ে ব্যস্ততম রাস্তার যানযট নিরসনে কাজ করছে। কেবল সাকিবই নয়, তার সহপাঠি, বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র ছাত্রী, স্কাউট ও বিএনসিসির ছাত্ররা।
মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও শহরের গরুত্বপুর্ন স্থানে এই চিত্র দেখা যায়। সাধারন শিক্ষার্থীদের সমন্বয়ে বিজয় চত্বর,উপজেলা চত্বর, তাজমহল মোড়, থানা গেইটে টানা টানা ৭ দিন ধরে যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্র-ছাত্রীরা।
শিক্ষার্থীরা শুধু আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও দাবি আদায়ের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে দেশকে পুর্নগঠনে ও ঢেলে সাজাতে হাত লাগিয়েছে এই তরুনপ্রজন্ম। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে এই কার্য সম্পাদন করছে।
উৎফুল্ল জনতা ছাত্রদের মাঝে কেউ ঠান্ডা পানি, নাস্তা ও খাদ্য সামগ্রী দিতে দেখা যায়। শিক্ষার্থীরা জানান ,পর্যায়ক্রমে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত স্কাউট সদস্যরা এরপর বিকেল ৫ টা থেকে রাত্রি ১০ পর্যন্ত বিভিন্ন স্কুল কলেজের ও বিএনসিসির শিক্ষার্থীরা অংশ নেয় এমনকি কিছু ছাত্র সারা রাত তাদের কার্যক্রম অব্যহত রেখেছে। আব্দুর রাজ্জাক (৫০) জানান, দেশের ক্রান্তিলগ্নে তাদের এই কার্যক্রম সত্যিই প্রশংসনীয় উদ্দ্যোগ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন