রাস্তার খানা-খন্দের ছবি তুলে পাঠালেই ৫০০০ টাকা!
বর্ষাকালে রাস্তাঘাটে খানা-খন্দের অভাব হয় না। এর জন্য তীব্র ভোগান্তিরও শিকার হতে হয় নিত্যযাত্রীদের। গাড়ি দুর্ঘটনার সম্ভাবনাও এর ফলে বাড়ে।
ভারতের হায়দ্রাবাদে গত কয়েকদিনের বৃষ্টিতে শহরের অনেক রাস্তাতেই গর্ত তৈরি হয়েছে। সেগুলি সবার সামনে তুলে ধরতে এক অভিনব ফটোগ্রাফির প্রতিযোগিতার আয়োজন করল এক নেতা। যার নাম ‘পটোগ্রাফি’।
তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক আদিত্য রেড্ডি বৃহত্তর হায়দরাবাদ পুরসভা এলাকার মানুষদের কাছে আবেদন করেছেন, তারা যেন বাড়ির কাছে রাস্তায় গর্ত দেখলেই ছবি তুলে পাঠান।
এই প্রতিযোগীতায় শহরবাসীকে শহরের নানা জায়গার খানাখন্দের ছবি তুলতে হবে। সেরা ছবির পুরস্কার বাবদ ৫০০০ টাকাও পাওয়া যাবে। দ্বিতীয় পুরস্কার ২৫০০ টাকা। ছবিগুলি ইমেল মারফত পাঠাতে হবে।
সেগুলি পুরসভার জোনাল কমিশনারসহ সেই এলাকার কাউন্সিলরদের কাছে পাঠানো হবে। সচেতনতা বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। কাউন্সিলররা ঠিকমতো কাজ করছেন কী না, এই ছবি গুলির মাধ্যমেই তা স্পষ্ট হবে।
প্রতিযোগিতা শুরু হতেই হায়দরাবাদের মানুষের কাছ থেকে দারুণভাবে সাড়া মিলেছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই অজস্র খানাখন্দের ছবি ধরা পড়েছে নাগরিকদের মোবাইল ক্যামেরায়। সূত্র: ইন্টারনেট
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন