রাস্তার পাশেই দেখা মিলবে সৌরশক্তিচালিত ‘জরুরি টেলিফোন’
দুবাইয়ের কোনো নির্জন রাস্তা বা ব্যস্ত হাইওয়ের পাশেই দেখা মিলবে টেলিফোন স্ট্যান্ডের। রাস্তার ধারে পাবলিক টেলিফোন থাকা নতুন কোনো বিষয় নয়। তবে দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) জরুরি (এসওএস) কলের জন্য যে ফোনগুলো বসিয়েছে তা সূর্যের শক্তিতে চলবে। অর্থাৎ এগুলো সোলার টেলিফোন।
আপাতত যারা দীর্ঘপথে সাইক্লিং করেন, তারা প্রয়োজনে অ্যাম্বুলেন্সকে জরুরি কলের জন্য টেলিফোনগুলো ব্যবহার করছেন। ফোনগুলো চলে যাবে দুবাই পুলিশের জেনারেল হেডকোয়ার্টারের দুবাই করপোরেশন ফর অ্যাম্বুলেন্স সার্ভিসেস বিভাগে।
শেহ আল সালামের সাইক্লিং ট্র্যাকে এই ৩০টি ফোন বসানো হয়েছে বলে জানান আরটিএ এর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস এর পরিচালক নাবিল ইউসুফ আল আলি। বলেন, মূলত আমিরাতে রাস্তাঘাটে চলাচলকে নিরাপদ করতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সৌরশক্তির ব্যবহারের মাধ্যমে এগুলো পরিচালনায় ন্যূনতম খরচ ও শক্তি লেগেছে।
পরীক্ষামূলকভাবে ফোনগুলো ব্যবহার করা হয়েছে। এগুলো দারুণ কাজ করছে। তাই সাইক্লিস্ট বা অন্য কেউ বিপদে পড়লেই এখানে ফোন দিতে পারবেন।
সূত্র : এমিরেটস
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন