রাস্তায় প্রকাশ্যে ২০ জনে ৫০ বার কোপাল যুবককে!

দিল্লি আছে দিল্লিতেই। তা সে প্রকাশ্যে খুন হোক, ধর্ষণ বা অপহরণ। অপরাধের ছবিটা যে খুব একটা বদলায়নি বৃহস্পতিবার বিকালের এই ঘটনা ফের দেখিয়ে দিল। প্রকাশ্যে রাস্তায় এক যুবককে রড দিয়ে পিটিয়ে ৫০ বার কোপাল প্রায় ২০ জনের একদল যুবক। দক্ষিণ দিল্লির খানপুরে এ ঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জিম করে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী যুবক আশিস। খানপুরের দুগ্গল কলোনির একটি সরু গলি ধরে যাচ্ছিলেন তিনি। সেখানে প্রথমে দুই যুবক আশিসের পথ আটকায়। কয়েক মিনিটের মধ্যেই এক এক করে ১০টি মোটরসাইকেলে করে আরও প্রায় ২০ জন যুবক হাজির হয় সেখানে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবকরা আশিসকে ঘিরে ধরে। তার পরই হঠাৎ রড দিয়ে মারতে শুরু করে। আশিস রাস্তায় পড়ে গেলে ওই যুবকদের মধ্যে থেকেই কয়েক জন তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপরই সেখান থেকে বাইক নিয়ে চম্পট দেয় তারা।

রক্তাক্ত অবস্থায় আশিস রাস্তায় পড়ে থাকেন। বাইকে করে যুবকরা চলে যাওয়ার পর এলাকাবাসী আশিসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, আশিসের অবস্থা সংকটজনক। তার শরীরে ৫০টি গভীর ক্ষত রয়েছে।

কেন আশিসকে এভাবে আক্রমণ করা হলো- সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গায়ে পানিভর্তি বেলুন ছোড়াকে কেন্দ্র করে ওই দিন সকালে এক কিশোরকে মারধর করছিল ওই দলের কয়েকজন যুবক। আশিস সেই ঘটনার প্রতিবাদ করে। সেই ঘটনার জেরেই আশিসের ওপর এভাবে হামলা চালায় ওই যুবকরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, যখন ঘটনাটা ঘটছে সে সময় পুলিশকে তাদের মধ্যে থেকেই কেউ একজন ফোন করেন। কিন্তু ঘটনা ঘটে যাওয়ার এক ঘণ্টা পরে পুলিশ আসে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতারও হয়নি।