রাস্তায় হাঁটার সময় মোবাইল ব্যবহার করলেই জরিমানা!
প্রযুক্তি নির্ভর এই যুগে দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য উপাদান পরিণত হয়েছে মোবাইল ফোন। সকালে ঘুম থেকে ওঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকি আমরা।
ফোনে কথা বলা, বার্তা পাঠানো কিংবা গেম খেলার পাশাপাশি চলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহার। এমনকি, আজকাল রাস্তায় হাঁটার সময়ও মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরান না অনেকে। এতে প্রাণ হারানোর মতো ঘটনাও ঘটছে অহরহ।
এ সমস্যা সমাধানে সাধারণ মানুষকে নানাভাবে সচেতন করেও কোনো লাভ হচ্ছে না। তাই এবার অন্যরকম এক ধরণের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, দেশটির হনুলুলু শহরে কেউ এভাবে রাস্তায় হাঁটার সময় মোবাইল কিংবা যেকোনো ইলেকট্রনিক যন্ত্রের দিকে তাকালেই জরিমানার মুখে পড়বে ব্যবহারকারী।
জুলাই মাসে এ আইনটি পাস করা হলেও কার্যকর হয়েছে ২৫ অক্টোবর থেকে। জানা গেছে, কেউ এ আইন অমান্য করে রাস্তা পারাপারের সময় ডিজিটাল ডিভাইসসহ ধরা পড়লে প্রথমবার তাকে ১৫ থেকে ৩৫ ডলার পর্যন্ত জরিমানা করা হবে। আর দ্বিতীয়বার একই ভুল করলে গুনতে হবে ৯৯ ডলার জরিমানা।
সূত্র: এপি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন