রায়ের আগের দিন সংবাদ সম্মেলন করবেন খালেদা
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে ৭ ফেব্রুয়ারি কখন, কোথায় সংবাদ সম্মেলন হবে তা জানা যায়নি। এছাড়া রায়ের দিন ৮ ফেব্রুয়ারি তিনি আদালতে উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।
রোববার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, রায়ের দিন নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান থাকবে। কোনো ধরনের উস্কানিতে পা দেবে না বিএনপি।
রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৯টায় বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় রাত সোয়া ১০টায়।
দলের নির্বাহী কমিটির সভায় আলোচিত বিষয়গুলো এবং সোমবার খালেদা জিয়ার সিলেটে যাওয়ার প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠকে উপস্থিত ছিলেন।
দলের অন্যতম সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও নজরুল ইসলাম খান অসুস্থ এবং গয়েশ্বর চন্দ্র রায় কারাগারে থাকায় বৈঠকে উপস্থিত হতে পারেননি।
উল্লেখ, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন