রায়ে প্রমাণ হলো খালেদা দুর্নীতিবাজ : আওয়ামী লীগ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা ও তারেক যে দুর্নীতিবাজ তা আদালতের রায়ে প্রমাণ হলো। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে, যে যতই ক্ষমতাবান হোক না কেন- আইনের দৃষ্টিতে সবাই সমান।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের ওপর আওয়ামী লীগের এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব এ কথা বলেন।

আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছর এবং বিএনপি নেতা তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা করে জরিমানা করা হয়।

তিনি বলেন, এ মামলার রায় আদালতের বিষয়। তবে কেউ আইনের ঊর্ধ্বে নয়। খালেদা জিয়া ও তারেক রহমান যে দুর্নীতিবাজ তা আদালতের রায়ের মাধ্যমে প্রমাণ হলো।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য যেভাবে নাশকতা করেছেন, তা অত্যন্ত ন্যক্কারজনক। তারা আজও দেশে একটি ভীতিকর পরিবেশ তৈরি করে মামলার রায়কে ভণ্ডুল করার জন্য চেষ্টা করেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের জন্য তা সফল হয়নি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক ও আব্দুল মান্নান খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন ও মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।