রিকশায় চড়লেন পোপ ফ্রান্সিস
তিনদিনের সফরে এখন ঢাকায় সারাবিশ্বের ক্যাথলিক ধর্মাবলম্বীদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বাংলাদেশের জনপ্রিয় বাহন রিকশায় চড়লেন তিনি।
বিশেষভাবে সাজানো একটি রিকশায় চড়ে রাজধানীর রমনায় আর্চ বিশপ হাউজের মাঠে আয়োজিত সভায় আসেন তিনি। সেখানে শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল ৫টায় আয়োজিত আন্তঃধর্মীয় সভায় বক্তব্য দেন তিনি।
বিকেলে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রালে যান বিশপদের সঙ্গে বৈঠক এবং একটি আন্তঃধর্মীয় সভায় অংশ নিতে।
সেখানেই তিন চাকার বাহন রিকশায় চড়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় পোপকে। ছবিটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
২০১৩ সালের ১৩ মার্চ ভ্যাটিকানের ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন