রিভিউ আবেদনের মাধ্যমে নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও মনোনয়ন পরিবর্তন চাইলেন কৃষকরা

১৪৭ ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ ২৪ নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও আসনটির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ধানখেতে দাঁড়িয়ে ‘রিভিউ আবেদন’ করেছেন গৌরীপুর উপজেলার কৃষকরা।
শনিবার দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বেরাটি গ্রামে ফসলের মাঠে দাঁড়িয়ে অর্ধশতাধিক কৃষক ক্রিকেটারের ভঙ্গিতে দাঁড়িয়ে রিভিউ আবেদন করেন।
পরে কৃষকরা হিরণ সহ ২৪ নেতার বহিষ্কারদেশ প্রত্যাহার ও ময়মনসিংহ-৩ আসনের মনোনয়ন পরিবর্তন করে হিরণকে মনোনয়ন দেয়ার দাবিতে ফসলের মাঠে ধানের আঁটি নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
এসময় তারা স্লোগান দেন ‘ধানের শীষে ভোট চাই মনোনয়ন পরিবর্তন চাই’। ‘হিরণ ভাইয়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই, ধানের শীষে ভোট চাই।
কৃষক ফারুক আহমেদ বলেন,বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে হিরণ ভাই দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিল। কিন্ত এরমধ্যেই হিরণ ভাই সহ ২৪ জনকে বহিষ্কার করা হয়। তাই মনোনয়ন পরিবর্তন ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমাদের এই কর্মসূচি।
কৃষক মরজত আলী বলেন, গৌরীপুরে বিএনপি বলতে আমরা হিরণকে বুঝি। এই এলাকার মানুষ ধানের শীষের প্রার্থী হিসাবে হিরণকে দেখতে চায়। আমাদের নেতা তারেক রহমানের কাছ দাবি বহিষ্কারাদেশ প্রত্যাহার করে মনোনয়ন রিভিউ হলে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।
কৃষক ফখর উদ্দিন বলেন, আমরা আমরা খেটে খাওয়া কৃষক মানুষ। আমাদের দাবি আদায়ের ভাষাও ভিন্ন। আমরা হিরণ ভাইকে ধানের শীষের প্রার্থী হিসাবে দেখতে চাই। আমাদের এই দাবির মধ্য দিয়ে ময়মনসিংহ -৩ আসনটি রিভিউ করা হোক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যাতে এই আসনটি রিভিউ করেন এটাই দাবি।
এছাড়াও কর্মসূচিতে বক্তব্য দেন জিয়াউল হক শ্যমল, মোঃহারুন অর রশিদ, মোঃ পাবেল মিয়া, মোঃবাবুল আকন্দ, মোঃ মালেক মিয়া, মোঃওয়াহাব মিয়া প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















