রিয়ালে যেতে ‘সম্মত’ নেইমার!
পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে ‘সম্মত’ হয়েছেন নেইমার। সাবেক বার্সেলোনা সুপারস্টার রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গে এ বিষয়ে একমত হয়েছেন বলে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ডন ব্যালনের জানাচ্ছে। দুপক্ষের সম্মতি অনুযায়ী ২০১৮-১৯ মৌসুমের শুরুতেই বার্নাব্যুতে দেখা যাবে ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিডকে।
রিয়ালে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নে নেইমার নিজে মেজাজ হারালেও তার বাবা জানিয়েছিলেন, বিষয়টি অসম্ভবও নয়। বাবার সবুজ সংকেতের দুদিন না যেতেই পেরেজের সঙ্গে নেইমারের সম্মতির খবর দিচ্ছে গণমাধ্যমগুলো।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন প্যারিসে ভাল নেই নেইমার। কোচ উনাই এমেরি এবং সতীর্থ এডিনসন কাভানির সঙ্গে সাংঘর্ষিক সম্পর্কের কারণে প্যারিসের জীবন বিষাক্ত হয়ে উঠছে তার।
ডন ব্যালন বলছে, নেইমার যে সময়ে রিয়ালে যেতে সম্মত হয়েছেন, ঠিক সেসময়ই রিয়ালে চুক্তির মেয়ার শেষ হয়ে যাবে ক্রিস্টিয়ানো রোনালদোর।
দুদিন আগেই আবার আরেক স্প্যানিশ ক্রীড়া দৈনিক দায়ারিও গোল জানায়, রিয়ালে আত্মমর্যাদার খানিক অংশ হারানোর আগেই পর্তুগিজ তারকা ক্লাব ছাড়ার পরিকল্পনা করছেন। আর সেটা হতে পারে আগামী দুই মৌসুমের মধ্যেই। তেমনটা হলে রিয়ালে রোনালদোর আদর্শ বিকল্প নেইমারই হবেন। ফলে দুইয়ে দুইয়ে চারের অংকটা সহজেই মিলে যাচ্ছে।
পত্রিকাটি আরও বলছে, নেইমার ইস্যুতে পিএসজির উপর এখনই কোনোরকম চাপ প্রয়োগ করতে চায় না রিয়াল। প্যারিস জায়ান্টদের সঙ্গে সুসম্পর্ক রেখেই ধীরে ধীরে আগাতে চায় স্প্যানিশ জায়ান্টরা।
গত আগস্টে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি’তে পিএসজিতে যোগ দেন নেইমার। সপ্তাহখানেক আগে ডন ব্যালন আরেক প্রতিবেদনে বলেছিল, পিএসজির ঘাটতি পুষিয়ে ২৫২ মিলিয়ন ইউরো দিয়ে হলেও নেইমারকে কিনতে চায় রিয়াল। তারপরই আলোচনা বাড়তে থাকে নেইমারের স্পেন প্রত্যাবর্তন নিয়ে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন