রিয়াল সমর্থকদের আশার বার্তা দিলেন রোনালদো

লা লিগায় সময়টা ভালো কাটছে না ক্রিশ্চিয়ােনো রোনালদোর। নিজে গোল পাচ্ছেন না, দল রিয়াল মাদ্রিদও ধীরে ধীরে তলানির দিকে যাচ্ছে। তবে লা লিগার শিরোপা স্বপ্ন প্রায় শেষ হয়ে গেলেও সুসময়ের অপেক্ষায় আছেন রিয়াল তারকা। সতীর্থ, সমর্থকদের সাহস জোগানোর কাজটাও করে যাচ্ছেন তিনি।

লা লিগায় রিয়াল এখন পয়েন্ট তালিকার চার নাম্বারে। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে তারা। রোনালদোও গত ১৩ লিগ ম্যাচে গোল পেয়েছেন মাত্র ৪টি। তারপরও দলকে হতাশার সাগরে ডুবতে দিতে রাজি নন পর্তুগিজ যুবরাজ।

সম্প্রতি জিম ওয়ার্কআউটের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন রোনালদো। যে সেলফির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঝড় যত বড়ই হোক না কেন, মেঘের ভেতর থেকে আবার সূর্য উঁকি দেবেই।’

লা লিগায় অনেকটা পিছিয়ে পড়ার পর চ্যাম্পিয়ন্স লিগেও কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ নেইমার-কাভানিদের দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মেঘের আড়ালের সূর্যটা তাই হন্যে হয়েই খুঁজছে জিনেদিন জিদানের দল।