এশিয়া কাপ
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ওভারে টানটান উত্তেজনা। প্রয়োজন মাত্র কয়েক রান, হাতে উইকেটও কম। তবে শ্রীলঙ্কার বোলারদের সব চেষ্টা ব্যর্থ করে জয় তুলে নিল বাংলাদেশ। সাইফ হাসানের ঝড়ো ফিফটি আর তাওহীদ হৃদয়ের দারুণ ইনিংসে ভর করে এশিয়া কাপের সুপার ফোরে শুরুর ম্যাচেই ৪ উইকেট হাতে রেখে লঙ্কানদের হারাল টাইগাররা।
শেষ ওভারে তৈরি হলো দারুণ এক নাটকীয়তা। জয়ের জন্য রান প্রয়োজন ৫টি। প্রথম বলেই বাউন্ডারি মেরে মিলেন জাকের আলি অনিক। ৫ বলে প্রয়োজন আর ১ রান। কিন্তু বিধিবাম, দ্বিতীয় বলেই শানাকার স্লোযয়ার অফকাটারে বোল্ড হয়ে গেলেন অনিক।
তৃতীয় বল মোকাবেলা করতে নামলেন শেখ মেহেদী। কোনো রান নিতে পারলেন না। চতুর্থ বলে হাই বাউন্সে আসা বলটিতে পুল করতে চেয়েছিলেন মেহেদী। কিন্তু সেটি গিয়ে সোজা আশ্রয় নেয় উইকেটরক্ষকের গ্লাভসে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কাল বিলম্ব না করেই রিভিউ চেয়ে বসেন লঙ্কান বোলার দাসুন শানাকা। রিভিউতে দেখা যায় বল মেহেদীর ব্যাটের প্রান্ত ছুঁয়ে গেছে। সুতরাং, আউট।
চরম নাটকীয়তা জমে ওঠে তখন। ২ বলে প্রয়োজন ১ রান। নাসুম আহমেদ ব্যাট হাতে নামেন এ সময়। এবার শানাকার কাছ থেকে অনায়াসেই সিঙ্গেলস বের করে নিয়ে বাংলাদেশ দলকে জয় উপহার দিলেন নাসুম আহমেদ।
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে থাকলো টাইগাররা। বল বাকি ছিল ১টি।
১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাট করেন সাইফ হাসান এবং তাওহিদ হৃদয়। ৬১ রান করেন সাইফ হাসান ও ৫৮ রান করেন তাওহিদ হৃদয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন