রুবাইত হাসানের “তুমিময়” সিরিজ থেকে একগুচ্ছ কবিতা
রুবাইত হাসানের “তুমিময়” সিরিজ থেকে একগুচ্ছ কবিতা
পৃথিবী তুমি
নিশীথ যদি করতো না বিরাজমান
রবীর কী সৌন্দর্য হতো বলো সুধা?
পুষার কিরণে আলোর ঝলক
অবয়বে করে চিকমিক
সে তরঙ্গ দেখেছ কী কভু?
জলধি পাড়ে খেলাকরে অর্ষমা ।
শৈল হতে ঝর্ণা নামে
কী অপরূপ সে ছবি
আযনায় দাড়িঁয়ে দেখে তুমি
তার চেয়ে সুন্দরের সুন্দর তুমি ।
নোটনের পায়ে বেঁধে দেওয়া চিঠি
মানবিকা তোমার আকুতি
ওরে ও পাগলী মেয়ে
আমার পৃথিবী তুমি
তোমাতেই আমি।
এই,
তোমার প্রেমে ছোয়াঁতে ,
আমায় দাও রাঙিয়ে
শর্বরী তুমি ।
অপরূপ তুমি
ফগিুনের কৃঞ্চচূড়ার রূপ
যেন তোমার অপরূপ ,
তোমার মুচকি হাসিতে ভুলে যাই সব
প্রিয়তমা ভালবাসি খুব।
ভালবাসি বলো যখন,
তখন জানো কী তুমি?
কী মনে হয়,
বিশ্ব করেছি জয়
নেই আর বাসনা কোন।
শুধু তোমার চিন্তায় হয় ভয় ।
হৃদয়ের আর্তনাদ
ভালবাসি প্রিয়া
তুমি বেসেছ বলে,
থেমে যায় ভাবনার দেয়াল ।
বুকে কৃশানু যতই গড়ুক
যন্ত্রনার অচল
সেই অটলে
তোমার ভালবাসিই
একাই এক সাগর।
তোমায়
শীতের বালকিতে তোমায় নিয়ে
হাঁটবো মেঠো পথে
আর অঝর ধারায় বৃষ্টি পড়ায়
রবীন্দ্র সক্সগীতের ব্যাকগ্রাউন্ডে
ভেজাবো তোমায় খুব করে।
তোমার দুচোখ যে ছবি আকেঁ আমার
চেয়ে দেখি আমি
মনে হয় বেধেঁ রেখেছ
ওই হৃদয়ে তোমার।
তোমার কাজল পড়া চোখের দৃষ্টি
কাজলের কালো ছায়ায়
এ চোখের মনি
তোমার প্রেমে মাখানো সুরভীর আলতো মায়ায় ।
চেয়ে রবো, চোর হবো
তুমি যখন পড়বে ঘুমিয়ে,
চুরি করে, লুকিয়ে লুকিয়ে
দেখবো তোমায় চুপিসারে!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন