রূপগঞ্জের ঘটনায় দোষীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাঁমাল বলেছেন, রূপগঞ্জে অগ্নিকাণ্ডের মত মর্মান্তিক এই ঘটনায় দোষীদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। তদন্ত রিপোর্টে যাদের ন্যুনতম দোষ বা গাফিলতি পাওয়া যাবে, তাদের কঠিন বিচারের মুখোমুখি করা হবে।

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ইতোমধ্যে এ ঘটনায় কারখানা মালিক এমএ হাশেমসহ ৮ জনকে আটক করা হয়েছে। হাসেম ফুড লিমিটেড কারখানার আগুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) নাজির উদ্দিন মজুমদার।

আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একসঙ্গে এতোগুলো লোকের প্রাণহানিতে সারাদেশের মানুষ স্তব্ধ। হাশেম ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানে কত লোক কাজ করছিল সব তদন্তে বের হবে। তারা কী করছিল সকল বিষয় নিয়েই আমাদের তদন্ত কমিটি হয়েছে। ডিসি তদন্ত কমিটি করেছেন এবং শ্রম মন্ত্রণালয়ও তদন্ত কমিটি করেছে। তদন্তের পরেই আমরা বলতে পারবো এখানে কী ঘটেছে। যারা ইন্তেকাল করেছেন আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটা দুর্ঘটনা হয়েছে, অনেকগুলো মানুষ মারা গেছেন। এখানে মামলা হবেই। মামলা হবে তদন্তও হবে। যারা সামান্যতম দোষী তাদেরকেও বিচারের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, এখানে শিশু শ্রমিকও থাকতে পারে, বিল্ডিং তৈরির ত্রুটি থাকতে পারে। আমরা তদন্তের আগে কিছু বলতে পারবো না। তদন্তে সব বের হবে এবং কেউ ছাড় পাবে না।