রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সংযুক্ত হচ্ছে নতুন রেলপথ
দেশের সর্বোচ্চ ব্যয়বহুল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ২৯৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে সংযুক্ত হচ্ছে নতুন রেলপথ। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের ভারী মালামাল নিরাপদে ও দ্রুত প্রকল্প এলাকায় নিয়ে যেতে এ নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
ঈশ্বরদী বাইপাস টেক অব পয়েন্ট থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত নতুন রেলপথটি নির্মিত হবে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য জয়েন্টভেঞ্চার পদ্ধতিতে জিপিটি-এসইএল-সিসিসিএলকে ঠিকাদার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ জুলাই) রেলভবনে রেলমন্ত্রী মো. মুজিবুল হকের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষে রেলওয়ের পশ্চিমের জিএম মো. মুজিবুর রহমান এবং ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে সুভাষ চন্দ্র হওলাদার স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, এ প্রল্পের আওতায় ২২ দশমিক শূন্য ২ কিলোমিটার নতুনভাবে রেলপথ নির্মাণ (মেইন লাইন) করা হবে। এছাড়াও সাড়ে ৪ কিলোমিটার লুপ লাইন, একটি বি শ্রেণির রেলওয়ে স্টেশন, সাতটি কালভার্ট, ১৩টি লেভেল ক্রসিং ছাড়াও গেট ও একটি প্লাটফর্ম নির্মাণ করা হবে। থাকবে সিগন্যালিং ব্যবস্থাও।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বড় বড় গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছেন। আগামীতে আরও কাজ করবেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তেমনি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় সরাসরি মনিটর করছে। এ প্রকল্পে ব্যবহৃত মালামাল ও যন্ত্রপাতি পরিবহনের জন্য এটি বাস্তবায়ন করা হচ্ছে।
রেলমন্ত্রী আরও বলেন, বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে রেলপথ মন্ত্রণালয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রেল সংযোগের জন্য সিগন্যালসহ রেল লাইন সংস্কার ও নির্মাণ প্রকল্পটি গ্রহণ করে বাংলাদেশ রেলওয়ে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সার্বিক ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা স্থাপিত হবে। এর মাধ্যমে ঈশ্বরদী বাইপাস টেক অব পয়েন্ট হতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ স্থাপিত হবে। সুতরাং খুব সহজেই চট্টগ্রাম ও খুলনা বন্দর হতে মালামাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরিবহন করা সম্ভব হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন সিসিসিএলেল সিইও কাজী নাবীল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন