রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিটে রমজান ফুড প্যাকেজ বিতরণে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম

রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটে সাতক্ষীরা জেলার অতি দরিদ্র পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। কয়েকজন ভলেন্টিয়ার সুযোগ বুঝে রমজান ফুড প্যাকেজের বেশ কিছু বক্স মোটরসাইকেল যোগে নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান বলেন, কিছু উপকারভোগী আসতে না পারায় ভলেন্টিয়ারা তাদের বাড়িতে মালামাল পৌঁছে দিয়েছে।
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, ভলেন্টিয়ারদের পারিশ্রমিক হিসেবে ফুড প্যাকেজ বক্স দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক স্থানীয় জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে বিতরণের পূর্বে উপকারভোগী তালিকা প্রস্তুতকরণে সাতক্ষীরার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা সুবিধাভোগী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এ তালিকা প্রস্তুত করে উপকারভোগী কার্ড বিতরণ করেন।

কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় সাতক্ষীরা জেলার অতি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিশেষ করে প্রতিবন্ধী, বৃদ্ধ, বিধবা এবং বিপদপন্ন জনগোষ্ঠীর মাঝে ৫০০ রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

রমজান ফুড প্যাকেজের মধ্যে রয়েছে ১ কেজি খেজুর, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম বেশন, প্যাকেট প্রতি ২০০ গ্রামের সেমাই ২ প্যাকেট (৪০০ গ্রাম), সুজি ৫০০ গ্রামের ২ প্যাকেট (১ কেজি)।
রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

সোমবার (১৭ মার্চ) বিকালে সাতক্ষীরার রেড ক্রিসেন্ট ইউনিটের কয়েকজন ভলেন্টিয়ার সুযোগ বুঝে রমজান ফুড প্যাকেজের বেশ কিছু বক্স মোটরসাইকেল যোগে সরিয়ে ফেলে। এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে উঠে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্থানীয় যুবক অপু ভিডিও ধারণ করে ভলেন্টিয়াররা মোটরসাইকেলে করে ফুড প্যাকেজ বক্স নিয়ে যাচ্ছে।

এবং জানান, রেড ক্রিসেন্ট সোসাইটির ভলেন্টিয়ার মোটরসাইকেলে করে গরিবের মাল এভাবে চুরি করে নিয়ে যাচ্ছে। সিরাজুল ইসলাম জানান, গরিবের মালামাল এভাবেই প্রতিনিয়ত সরিয়ে ফেলছে।

এখানে সব চোর। শাহিন জানান, দিনে দুপুরে বাই রোডে মোটরসাইকেল যোগে গরিবের হক এভাবে চুরি করে নিয়ে যাচ্ছে। এটা খুব দুঃখজনক। স্থানীয় এক ব্যবসায়ী আলমগীর হোসেন এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। এ ঘটনা তীব্র প্রতিবাদের ঝড় ওঠ এক পর্যায়ে সদর থানার পুলিশ এসে স্থানীয় জনতাকে শান্ত করে।

উল্লেখ্য সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে ইউনিট চত্বরে সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে রমজান ফুড প্যাকেজ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।