রেলপথ ভবিষ্যতে ট্রান্সএশিয়ান রেলপথের সাথে যুক্ত হবে : রেলপথ মন্ত্রী
রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন বলেন, আমাদের রেলপথ ভবিষ্যতে ট্রান্সএশিয়ান রেলপথের সাথে যুক্ত হবে এবং এশিয়ার বিভিন্ন দেশের সাথে রেল যোগাযোগ স্থাপন করা হবে। এজন্য আমাদের আভ্যন্তরীণ রেলপথ ও অবকাঠামো সে আদলে আধুনিক ও যুগোপযোগী ভাবে গড়ে তোলা হয়েছে। ভাঙ্গাতে আইকনিক স্টেশন নির্মাণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা স্টেশন অর্থাৎ কমলাপুর স্টেশন থেকে ভাঙা জংশন পর্যন্ত ট্রায়াল রানের মাধ্যমে পরিদর্শনকালে ভাঙ্গা জংশনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।
তিনি বলেন,পদ্মা সেতু রেল প্রকল্পের ঢাকা থেকে যশোর ১৭২ কিঃ মিঃ রেলপথ ,যার ভৌত অগ্রগতি ৮২ শতাংশ। ঢাকা স্টেশন থেকে ভাঙ্গা জংশন পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে । ১০ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের কথা রয়েছে, যার ভৌত অগ্রগতি ৯৬.৫০ শতাংশ। ভাঙ্গা থেকে যশোর অংশের ভৌত অগ্রগতি ৭৮ শতাংশ।
মন্ত্রী বলেন, আমাদের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, সাশ্রয়ী ও যুগ উপযোগী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন । রেলকে আধুনিকভাবে এগিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সে অনুযায়ী প্রকল্প নেয়া হয়েছে এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিদ্যুৎ ট্রাকশন এর মাধ্যমে পরিবেশবান্ধব রেল ব্যবস্থা গড়ে তোলা হবে।
নূরুল ইসলাম সুজন বলেন, প্রত্যেকটি জেলাকে রেল যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত করা হবে, এবং প্রত্যেকটি রেলপথকে ডাবল লাইনে ও ব্রডগেজে রূপান্তর করা হবে, নদী বন্দর এবং সমুদ্র বন্দর সমূহকে রেল যোগাযোগ ব্যবস্থায় আনা হবে। বাংলাদেশ রেলওয়ে জনগণের সম্পদ তাই রেলের ক্ষতি যাতে কেউ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা ছাড়া অন্য সকল সরকার রেলকে ধ্বংস করেছে। আন্দোলনের নামে রেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, লাইন উপড়ে ফেলা হয়েছে। এখন ও তারা ধ্বংসের পাঁয়তারা করছে। সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
পরিদর্শন ও সাংবাদিকদের ব্রিফিংকালে মাননীয় চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, মাদারীপুরের সংসদ সদস্য শাজাহান খান এমপি, মুজিবুল হক এমপি, সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, নিক্সন চৌধুরী এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি এসময়ে উপস্থিত ছিলেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীরসহ রেলওয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর ও মহাপরিচালক মোঃ কামরুল আহসান উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন