‘রেহামকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল’

দ্বিতীয় স্ত্রী রেহাম খানকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল বলে স্বীকার করেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার (১১ আগস্ট) পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ক্রিকেটে বিশ্বকাপ জয়ী সাবেক এই ক্রিকেটার।

নির্বাচনের আগেই ইমরান খানের ধর্মপালন ও চরিত্র নিয়ে নানা তীর্যক মন্তব্য করেছেন রেহান। শুধু মন্তব্যই নয়, এ বিষয়ে রীতিমতো একটি বইও লিখেছেন তিনি।

এমন অভিযোগের পরও নিশ্চুপ ছিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। কিন্তু এক মাসের ব্যবধানে ইমরান খান জানালেন, রেহাম খানকে বিয়ে করা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।

প্রথমে এসব বিষয়কে বিরোধীদের ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন ইমরান খান। এবার রেহামের সঙ্গে বিয়ের অভিজ্ঞতা নিয়ে মন্তব্য করলেন ইমরান।

রেহামের জবাবে এবার ইমরান খান বললেন, আমি এটা বলব যে, আমি জীবনে যে ভুলগুলো করেছি তার মধ্যে আমার দ্বিতীয় বিয়ে সব থেকে বড় ভুল।

পাকিস্তানের সাধারণ নির্বাচনে অবশ্য রেহামের দাবি খুব একটা প্রভাব ফেলতে পারেনি। জনগণ ইমরান খানকেই শেষ পর্যন্ত নির্বাচিত করেছে।