রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে পারবে না!
মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে মুসলমান রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রচারণামূলক পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে লেখা রয়েছে মিয়ানমারে ছেড়ে যাওয়া বসতবাড়ি বা ভূমিতেও তাদের কোনো অধিকার নেই। তারা আর জমি কিনতে ও বিক্রি করতে পারবে না। রেডিও-টিভিতেও একই ঘোষণা দেয়া হচ্ছে বলে জানিয়েছে, সদ্য বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা।
এ ধরণের পোস্টারে ছেয়ে গেছে মিয়নমারের বিভিন্ন এলাকা। প্যাট্রিয়োটিক ইয়ুথ অর্গানাইজেশন নামের একটি সংগঠন এমন প্রচারণা চালিয়ে বলছে, রোহিঙ্গা মুসলমানরা এলাকায় রাতে অবস্থান করতে পারবে না। সম্পত্তি কিনতে ও বিক্রিও করতে পারবে না তারা।
টেলিভিশন ও রেডিওতেও এমন ঘোষণা আসায় উদ্বিগ্ন রোহিঙ্গারা। এতো কিছুর পারেও মিয়ানমারে ফিরে যেতে চান অনেকেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন