রোজায় আদালত বসবে সাড়ে ৯টা থেকে ৩টা পর্যন্ত
পবিত্র রমজান মাসে দেশের অধস্তন আদালত ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আদালত বসার সময়ের উল্লেখ করে বলা হয়, ‘রমজান মাসে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ৩টা পযন্ত অধস্তন আদালতসমূহের কোর্টের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি রাখা হয়েছে।’
আদালতের অফিসের সময়সূচির ব্যাপারে বলা হয়েছে, ‘এ ছাড়া রমজান মাসে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পযন্ত অধস্তন আদালতসমূহের অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি রাখা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন