রোজা শুরু রোববার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/ramadan_new_moon_48109_1495808957.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দেশের কোথাও (শুক্রবার) পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার থেকেই শুরু হবে পবিত্র মাহে রমজান।
শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়ে শনিবার চাঁদ দেখা যাবে। ওই রাত থেকেই তারাবিহ পড়া শুরু এবং প্রথম রোজার সেহরি খাওয়া হবে।
শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।
ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান জানান, বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। রোববার থেকে রমজান মাস শুরু হবে।
এর আগে বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবাননসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার থেকে রোজা শুরু হচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন