রোজিনাকে হেনেস্তার প্রতিবাদে রংপুরের পীরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনেস্তা ও মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বুধবার বাদ জোহর হতে বিকাল ৪টা পর্যন্ত তারা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে রোজিনা ইসলামের দ্রুতত ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা। এতে বক্তব্য রাখেন- পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোকসেদ আলী, সম্পাদক মাজহারুল আলম মিলন, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহেল বাকী বাবলু, সরওয়ার জাহান, শাহ্ মোঃ সাদা মিয়া, গোলাম কবির বিলু, বখতিয়ার রহমান, ডিএম আব্দুল হাকিম, অমিতাব বর্মণ, রেজাউল করিম ও মোস্তফা মিয়া প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন