রোজিনা ইসলামের মামলা ডিবিতে স্থানান্তর
সরকারি নথি চুরির অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে। বুধবার বিকালে ডিএমপির ডিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
গত সোমবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরকারি তথ্য চুরির অভিযোগ এনে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। মামলায় দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। সেই মামলায় রোজিনা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার আদালতে রোজিনার রিমান্ডের আবেদন নাকচ হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার সাংবাদিক রোজিনা ইসলাম সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে বেলা তিনটার দিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটক করেন। পরে রাত সাড়ে আটটার দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে রাত নয়টার দিকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। রাতেই রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়।
মঙ্গলবার রোজিনা ইসলামের রিমান্ড নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। পরে তাকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠায় পুলিশ। আগামীকাল বৃহস্পতিবার তার জামিনের শুনানি হতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন