রোটারি ইন্টারন্যাশনাল বরিশালে মাসব্যাপী চক্ষু সেবা কর্মসূচীর উদ্বোধন করেন -খাঁন মামুন
অসহায় মানুষদের চক্ষু সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বরিশাল জেলায় মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে।
(১৯ জুন) সোমবার সকালে বরিশাল ক্লাবে অনুষ্ঠিত রোটারি ইন্টারন্যাশনাল এর বরিশাল জেলার মাসব্যাপী চক্ষু সেবা কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন । তিনি রোটারি ইন্টারন্যাশনাল আই ক্যাম্পের শুভ উদ্বোধন করে বলেন বরিশালের অসহায় গরীবের জন্য তাদের দৃষ্টি ফেরানোর মত মহৎ কাজ শুরু করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।
রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বরিশালে মাসব্যাপী আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাক্তার আবুল কালাম আজাদ, অতিরিক্ত গভর্নর হান্নান মল্লিক, অতিরিক্ত জেলা প্রশিক্ষক মাহাতাব উদ্দিন, জুয়েল শাহ কবীর সহ উপস্থিত ছিলেন ডাঃ বুসরা,মজিবর রহমান, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ প্রমুখ।
ডেপুটি গভর্নর আবুল খায়ের চৌধুরী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।উল্লেখ,রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বরিশাল জেলায় মাসব্যাপী এ ক্যাম্প চলমান থাকবে।
বরিশাল নগরীর বগুড়া রোডস্থ ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে পারবে বলেও জাননো হয়েছে।
এসময়, রোটারি ফাউন্ডেশনের সহায়তায় বরিশালে কয়েক শতাধিক অসহায় মানুষের চোখের ছানি অপারেশন সহ চক্ষু সেবা প্রদান করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন