রোববার তিন জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে ৪ দিন

আসন্ন চৈত্রসংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল পার্বত্য তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। জেলাগুলো হলো- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান।
এ ছাড়া দেশের অন্য জেলাগুলোতে চৈত্রসংক্রান্তি-সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ২৭ মার্চ এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয়েছে।
১৩ এপ্রিল চৈত্রের শেষ দিন।এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আবার সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি। সবমিলিয়ে টানা ৪ দিনের ছুটি পাচ্ছে পার্বত্য তিন জেলার মানুষ।
ওই প্রজ্ঞাপনে বলা হয়- ছুটিকালীন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে এক নির্দেশনায় দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত তফশিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধের ঘোষণা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন