রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করছে যুক্তরাষ্ট্র
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে কাজ করছে তাঁর দেশ। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বার্নিকাট।
বার্নিকাট বলেন, ‘কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এটা আমাদের প্রথম সফর। আমরা এ-সংক্রান্ত সব খবর দেখেছি। এটা এককথায় হৃদয়বিদারক।’ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকায় বিশ্ব অভিভূত বলেও উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে রোহিঙ্গাদের জন্য ৬০ লাখ ডলার জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থাকে (ডব্লিউএফপি) দিয়েছে। এই তহবিল ডব্লিউএফপিকে চলতি বছরের শুরুতে দেওয়া ১০ লাখ ডলারের সঙ্গে যুক্ত হবে। খাদ্য বিতরণের পাশাপাশি মানবিক সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
বার্নিকাট আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র সব সময় পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে। এ ছাড়া বিভিন্ন সংস্থা এবং প্রত্যেকে স্বতন্ত্রভাবে রোহিঙ্গা পাশে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক দাতা সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন বার্নিকাট। পরে তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ (আইওএম) বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তা, জেলা প্রশাসন ও এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন