রোহিঙ্গা অনুপ্রবেশ বিদেশি চক্রান্ত হতে পারে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার টানা বর্ষণ এবং বন্যার কারণে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কিছু সড়ক ছিল যেখানে রাস্তার চিহ্ন পর্যন্ত ছিল না।
তিনি বলেন, আমরা দেশের সকল সড়ক-মহাসড়ক ঈদের আগেই সচল করতে পেরেছি। এখন দেশের সকল সড়ক-মহাসড়ক চলাচলের উপযোগী। এবার জনগণের জন্য ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে এবং নিরাপদে গন্তব্যে ফিরছেন তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
মহাসড়কের কোথাও যানজট নেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, সব মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। জঙ্গি তৎপরতা প্রতিরোধেও আমরা সতর্ক রয়েছি।
রোহিঙ্গাদের প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা ও মানবিক বিপর্যয়ের কারণে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এটা বিদেশি চক্রান্তও হতে পারে। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে মানবিক ও সামাজিক বিপর্যয় ঘটতে পারে। এমনিতেই বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। এদেশের পক্ষে রোহিঙ্গাদের চাপ বহন করা অসম্ভব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সওজ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবুদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার রহমতসহ সওজ বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন