রোহিঙ্গা নিপীড়ন দেখে আমরা হতবাক : ব্রিটিশ এমপি
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনীর নির্যাতনকে জাতিগত নিধন, বর্বরোচিত ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদল।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে প্রতিনিধিদলটি এ মন্তব্য করে।
প্রতিনিধি দলের সদস্যরা গত মঙ্গলবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যায়।
তিন সদস্যের যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির এমপি অ্যান মেইন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মিয়ানমার রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন-নিপীড়ন করছে, তা দেখে আমরা হতবাক। সেখানে বৃদ্ধ ও শিশুদের হত্যা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা জানি না সেখানে কতজনকে খুন করা হয়েছে। তবে যা হয়েছে, তা অবশ্যই ভয়ঙ্কর।’
বাংলাদেশের প্রশংসা করে অ্যান মেইন বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সামর্থ অনুযায়ী বাংলাদেশ যা করছে তা অতুলনীয়। এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে।’
এদিন রাতে তিন সদস্যের প্রতিনিধি দলের সম্মানে একই স্থানে নৈশভোজের আয়োজন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন