রোহিত শর্মাকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া সফরে ভারতের দল ঘোষণা
আইপিএল শেষ হলেই আরব আমিরাত থেকে সোজা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির পূর্নাঙ্গ সিরিজ খেলার জন্যই অস্ট্রেলিয়া সফরে যাবে বিরাট কোহলির দল।
কিন্তু দল ঘোষণার আগেই বড় ধরনের একটি ধাক্কা খেলো টিম ইন্ডিয়া। আইপিএল চলাকালেই কাঁধের ইনজুরিতে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক শর্মা। সেই ইনজুরির কারণে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, কোনো দলেই রাখা হয়নি ভারতের সহ অধিনায়ককে।
শুধু তাই নয়, পেসার ইশান্ত শর্মাকেও দলে নেয়া হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই থেকে জানানো হয়েছে, রোহিত শর্মা এবং ইশান্ত শর্মাকে এখনও ডাক্তারদের মনিটরিংয়ে রাখা হয়েছে। তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে। বিসিসিআইয়ের এই বার্তায় বোঝা যাচ্ছে, হয়তো সফরের মাঝপথে দলে অন্তর্ভূক্ত করা হবে তাদেরকে।
রোহিত শর্মার পরিবর্তে ভারতীয় দলে বিরাট কোহলির সহকারীর (সহ-অধিনায়ক) ভূমিকা পালন করবেন, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে লোকেশ রাহুল, তিনি উইকেটরক্ষকের ভূমিকাও পালন করবেন। আর টেস্টে সহ অধিনায়ক থাকবেন আজিঙ্কা রাহানে। সেখানে উইকেটরক্ষকের দায়িত্ব দেয়া হতে পারে ঋদ্ধিমান সাহা এবং রিশাভ পান্তকে।
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং চারটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে।
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল
টি-টোয়েন্টি স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুবমান গিল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), স্রেয়াশ আয়ার, মানিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগরওয়াল, রবীন্দ্র জাদেজা, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর।
ওয়ানডে স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুবমান গিল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), স্রেয়াশ আয়ার, মানিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগরওয়াল, রবীন্দ্র জাদেজা, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর।
টেস্ট স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল , পৃত্থি শ’, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেষ যাদব, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, মোহাম্মদ সিরাজ।
কমলেশ নাগরকোটি, কার্তিক তেয়াগি, ইশান পোরেল এবং টি নটরাজন- এই চার বোলারকে দলে না নেয়া হলেও তারা বিরাট কোহলিদের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন