লক্ষ্মীপুরে এসডিএফ-এর উদ্যোগে “স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর উদ্যোগে জেলা পর্যায়ে “স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

এসডিএফ জেলা অফিসের আয়োজনে ও সিভিল সার্জন অফিস লক্ষ্মীপুরের সহযোগিতায় বুধবার সকাল ১০ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডাঃ বায়েজীদ বোস্তামী আকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ আবু হাসান শাহীন-সিভিল সার্জন, উপ-পরিচালক, জেলা পরিবার পরিকল্পনা-নাজমুল হাসান এবং ড. মোঃ শহীদুল ইসলাম, আঞ্চলিক পরিচালক, এসডিএফ, কুমিল্লা অঞ্চল।

এসডিএফ লক্ষ্মীপুরের জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকারের সূচনা বক্তব্যের মাধ্যমে উক্ত কর্মশালা শুরু হয়। এ সময় প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।

উক্ত কর্মশালায় প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডাঃ মুনমুন ঘোষ, এসডিএফ, কুমিল্লা অঞ্চল।

দিনব্যাপী উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়পুর, কমলনগর ও রামগতি যথাক্রমে, ডাঃ বাহারুল আলম, ডাঃ সব্যসাচী নাথ ও ডাঃ কামনাশিষ মজুমদার।

অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকারের পরিবার ভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের অংশ হিসাবে এসডিএফ একটি কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে কাজ করছে। প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমে সামগ্রিক সহায়তা প্রদান অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, এসডিএফ-এর আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্বাস্থ্য ও পুষ্টি সহায়তাপ্রাপ্ত সদস্যরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, এসডিএফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে ২০০১ সাল থেকে কাজ করে যাচ্ছে। এ সংস্থাটি প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে শুরু করে অদ্যবধি গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসডিএফের রূপকল্প হলো “টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ”।

আরইএলআই প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত টেকসই বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সরকারের আর্থিক সহায়তায় দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গতানুগতিক প্রক্রিয়ার বাইরে ব্যতিক্রমী উদ্ভাবন “কমিউনিটি চালিত উন্নয়ন (সিডিডি)” কৌশল প্রয়োগ করে সারাদেশের ২০ টি জেলায় ০৫ বছর মেয়াদি (জুলাই ২০২১ থেকে জুন ২০২৬) এ প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।

প্রকল্পের আওতায় চলমান স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো: যোগাযোগ ও আচরণ পরিবর্তন (বিসিসি) সেশন, গ্রাম পর্যায়ে হেলথ ক্যাম্প ও টেলিমেডিসিন সেবা, মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান, মৌসুমী সবজি বীজ বিতরণ, খাবার স্যালাইন ও হাত ধোয়া সাবান বিতরণ।

লক্ষ্মীপুর জেলার তিনটি উপজেলায় (রায়পুর, কমলনগর ও রামগতি) আটটি ক্লাস্টার অফিসের অধীনে ২০০ টি গ্রামের ৩৯,২৯৭ টি (দরিদ্র ১২,০৩৯ টি ও অতি-দরিদ্র ২৫,২৫৮ টি) পরিবার এই প্রকল্পের সরাসরি উপকারভোগী।

এসডিএফ, টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণের জন্য সদস্যদেরকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে। স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমগুলোর বাইরে উল্লেখযোগ্য হলো- সাংগঠনিক দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, জীবিকায়ন কার্যক্রমের জন্য আয়বর্ধনমূলক কাজের কারিগরি প্রশিক্ষণ ও ঘূর্ণায়মান তহবিল প্রদান, স্থায়ী অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন।

বেকার যুবদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষাবৃত্তি প্রদান, সহায় সম্বলহীনদের এককালীন অনুদান প্রদান এবং গ্রামীন কৃষি উদ্যোক্তা তহবিল সহ নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, আঞ্চলিক ব্যবস্থাপক (নির্মাণ ও পরিবেশ) কে এম শাফায়েত হোসেন, জেলা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, এস এম শফিকুল ইসলাম ও মোক্তার আহমেদ।