লক্ষ্মীপুরে বিয়ের আশ্বাসে নারীকে রাতভর ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই
লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের আশ্বাসে এক নারীকে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ভুয়া বর ও ঘটকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ভুয়া বর মো. সুমন (২৫) ও ঘটক দেওয়ান মো. ছগিরকে (৪৫) গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে থানায় মামলা করেন ভিকটিম।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার পাটারিরহাট এলাকার শামসুল হকের ছেলে ঘটক মো. ছগির ও একই এলাকার ছায়েদুল হকের ছেলে মো. সুমন।
জানা যায়, ঘটক পরিচয়ে বিয়ের আশ্বাস দিয়ে গত শনিবার রাতে ঘটনার শিকার নারীকে বাড়ি থেকে কৌশলে বের করে স্থানীয় পাটারীরহাট এলাকায় নিয়ে যায় ঘটক দেওয়ান। পরে ভূয়া পাত্র সুমনসহ রাতভর ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভিকটিম এসে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় ধর্ষণের মামলা নেয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন