লক্ষ্মীপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত 

আন্তর্জাতিকভাবে প্রতিবছর সারা বিশ্বে নভেম্বর মাসের প্রথম শনিবার সমবায় দিবস পালন করা হয়। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

আজ শনিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবারের ৫৪ তম জাতীয় সমবায় দিবস বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সবার মাধ্যমে উদযাপিত হয়েছে।

কমলনগর আদর্শ প্রাথমিক শিক্ষক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ মাকসুদুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইকতারুল ইসলাম, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর জেলা কর্মকর্তা (জীবিকায়ন) এস এম শফিকুল ইসলাম এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক কামরুন নাহার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, এসডিএফ’র হাজিরহাট ক্লাস্টার কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন সহ অন্যান্য সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দরা।

উপজেলা সমবায় বিভাগ আয়োজিত উক্ত অনুষ্ঠানের অনন্য আয়োজন ছিল, উপজেলার সকল সমবায় সমিতির কার্যক্রমের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান।

এছাড়া, উপজেলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর আওতাধীন আরইএলআই প্রকল্পের অধীনে বাস্তবায়িত সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধিবৃন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দকেও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

রামগতি:
এবার নাড়িতে গর্ব, কণ্ঠে একতা—
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”

এই মর্মবাণীকে ধারণ করে রামগতি উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হলো ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।

উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামগতি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) কে এম ইজারুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামনাশিস মজুমদার এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সৌরভ-উজ-জামান।

এছাড়া অতিথিবৃন্দদের মধ্যে আরো বক্তব্য প্রদান করেন, এসডিএফ’র ক্লাস্টার কর্মকর্তা মনিরা পারভিনসহ অন্যান্য সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধিবৃন্দরা।

উক্ত অনুষ্ঠানে উপজেলা ভিত্তিক সকল সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

উচ্ছ্বাস ও ঐক্যের এই মহতী আয়োজনে সমবায়ের অঙ্গীকার: স্বনির্ভরতা ও সমতা।

টেকসই উন্নয়ন ও সমবায়ী শক্তির অনন্য দৃষ্টান্ত:
একতা, প্রচেষ্টা ও সমবায়ের শক্তিতে এগিয়ে যাক আমাদের প্রিয় লক্ষ্মীপুর জেলা।
আর গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ।
সমবায়ই শক্তি — সমবায়ই উন্নতি!

রায়পুর:
অপরদিকে, রায়পুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

জেলা সমবায় কার্যালয় লক্ষ্মীপুরের সহকারি পরিদর্শক সুমিত কুমার দত্তের সভাপতিত্বে ও সহকারি পরিদর্শক মোঃ তসলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান কাউছার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রায়পুর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দরা বক্তব্য প্রদান করেন।