লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে নেত্রকোনার মদনে আলোচনা সভা
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠা তান্ডব ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে নেত্রকোণার মদনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে আইডিয়াল স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মদন উপজেলা শাখা এ আলোচনা সভা আয়োজন করেন।
মদন উপজেলা শাখার আমির মোঃ অলিউল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইফুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্মপরিষদের শুরা সদস্য মাও. রুহুল আমিন, উপজেলা জামায়াত’র সাবেক আমীর মোঃ রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, পৌর সভাপতি সাইদুর রহমান, জামায়াত নেতা সাজেদুল হক সাজুও গণ মাধ্যম কর্মীগণ।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে গণহত্যা চালানো হয় এবং মৃত লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করে নজির স্থাপন করেছে আওয়ামী সন্ত্রাসীরা। গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন বাতিল করে, নির্মূল করতে ছেয়েছিল আওয়ামী লীগ।পরিশেষে সভাপতি উপস্থিত সকলের সুস্থতা কামনা করে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন