লঞ্চ ধর্মঘটে অচল বিভিন্ন নৌরুট, বিপাকে যাত্রীরা
নৌ শ্রমিকদের পর লঞ্চ মালিকদের ডাকা ধর্মঘটে বিপাকে পড়েছেন লঞ্চযাত্রীরা। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যায় নি কোন লঞ্চ। দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা লঞ্চ সদরঘাটে প্রবেশ করতে পারে নি। এদিকে, ধর্মঘটের বিষয়ে বৈঠকে বসেছেন লঞ্চ মালিকরা।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালের সদরঘাট লঞ্চ টার্মিনাল। যেখানে শত শত লঞ্চ নোঙর করার কথা সেখানে ঘাটে ভিড়েছে বরিশাল ঢাকা রুটের মাত্র ৩টি লঞ্চ। ২দিন ধরে চলা এ অচলাবস্থায় দুর্ভোগে পড়েছেন নারী শিশু রোগীসহ শতশত যাত্রী। মালিক শ্রমিক দ্বন্দ্বে যাত্রাপথের এ দুর্ভোগে যারপরনাই বিরক্ত তারা।
যদিও সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায়নি বিবদমান গ্রুপের কোন নেতাকে। সংকট সমাধানে পুরানা পল্টনে মিটিং করে লঞ্চ ও কার্গো মালিকদের বিভিন্ন সংগঠন। চলমান এ অচলাবস্থায় বন্ধ রয়েছে বরিশাল, বরগুনা, পটুয়াখালিসহ বিভিন্ন রুটের যাত্রীবাহী লঞ্চ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন