লন্ডনের মুসলিম মেয়রকে ট্রাম্পের কটাক্ষ
লন্ডন হামলার পর থেকে তাকে নিশানা করেই একের পর এক তোপ দাগছেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার রাতে লন্ডন ব্রিজ ও বরো মার্কেটে হামলার পর লন্ডনের সর্বত্র কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন হয়েছে হাজার হাজার পুলিশ। রাস্তায় এত পুলিশ দেখে সাধারণ মানুষ যাতে ঘাবড়ে না যান, সেজন্য একটি বিবৃতি দেন সাদিক খান বলেন, ‘নিরাপত্তার জন্যই এত সংখ্যক পুলিশ মোতায়েন হয়েছে। তাই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ’
তবে কোন প্রসঙ্গে সাদিক খান এমন মন্তব্য করেছেন তা একেবারেই ধরতে পারেননি ট্রাম্প। না বুঝেই কড়া ভাষায় টুইটারে সাদিক খানকে আক্রমণ করে বসেন তিনি। ট্রাম্প তার টুইটারে লেখেন, ‘কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। ৪৮ জন আহত হয়েছেন। এরপরেও মেয়র বলেছেন উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই!’
ট্রাম্পের টুইট নিয়ে কোনও মন্তব্য করেননি সাদিক খান। টোবে তার মুখপাত্র অবশ্য যোগ্য জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘বিষয়টি নিয়ে ট্রাম্প যথেষ্ট ওয়াকিবহাল নন। তাই এমন মন্তব্য করেছেন। মেয়রের হাতে এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। পুলিশ ও জরুরি বিভাগের সঙ্গে কাজে ব্যস্ত তিনি। লন্ডনবাসী এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। তাই ভুলভাল টুইটের জবাব দিয়ে সময় নষ্ট করার মানে হয় না। ’
এর আগেও লন্ডন হামলা নিয়ে টুইট করে বিতর্ক তৈরি করেছিলেন ট্রাম্প। শনিবার রাতে হামলার কয়েক ঘণ্টা পরই অভিবাসন নিষিদ্ধর পক্ষে সওয়াল করেন তিনি। লন্ডন হামলা থেকে শিক্ষা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মুসলিম সম্প্রদায়ের জন্য কঠোর ভিসা নীতি আনতে বলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন