লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানালেন বিপুল নেতাকর্মী
চিকিৎসা নিতে লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সেখানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিপুল পরিমান বিএনপির নেতাকর্মীর তাকে স্বাগত জানান।
রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটে খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার রাত সাড়ে ৭টায় এমিরেটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের পথে হযরত শাহজালাল (র.) বিমানবন্দর থেকে রওনা হন সাবেক এই প্রধানমন্ত্রী। বিমানবন্দর এলাকায় কয়েক হাজার নেতাকর্মী দলীয় প্রধানকে বিদায় জানান।
খালেদা জিয়াকে বিদায় জানাতে বিকাল থেকে বিমানবন্দরের প্রবেশমুখে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়।
এতে টার্মিনালে যেতে বিএনপি নেতাকর্মীরা বাধার মুখে পড়েন। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে লন্ডন গেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা আখতার।
এছাড়া শুক্রবার দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ঢাকা থেকে এবং ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ব্যাংকক থেকে লন্ডন গেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকারও লন্ডনে যাওয়ার কথা রয়েছে।
রাত সোয়া ৭টায় ভিআইপি গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন খালেদা জিয়া।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিআইপি লাউঞ্জে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানান।
ভিআইপি টার্মিনালের বাইরে সড়কের পাশে দাঁড়িয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, সিনিয়র নেতা আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির, আবদুল মান্নান, আবদুস সালাম, শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, কবির মুরাদ, রুহুল কবির রিজভী, মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সানাউল্লাহ মিয়া, নাজিমউদ্দিন আলম, অনিন্দ্য ইসলাম অমিত, তাইফুল ইসলাম টিপু, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতার, কাজী আবুল বাশার প্রমুখ নেতা দলের প্রধানকে বিদায় জানান।
বিমানবন্দরের প্রবেশপথে নেতাকর্মীদের আটকিয়ে দেয় পুলিশ। খিলক্ষেতের হোটেল লা ম্যারিডিয়ান থেকে শুরু করে বিমানবন্দরের প্রবেশপথ পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী খালেদা জিয়াকে হাত নেড়ে বিদায় জানান।
বনানী থেকে নেতাকর্মীদের ভিড় ডিঙিয়ে খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে নিতে নিরাপত্তা কর্মীদের প্রচণ্ড বেগ পেতে হয়।
খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দর এলাকায় আরও উপস্থিত হন বিএনপি নেতা খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, ফজলুল হক মিলন, ইশতিয়াক আজিজ উলফাত, সাইফুল আলম নীরব, সুলতান সালাহউদ্দিন টুকু, মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ইয়াসীন আলী, রাজীব আহসান, আকরামুল হাসান, মুন্সি বজলুল বাছিদ আনজু, আহসানউলাহ হাসান, আক্তার হোসেন। এছাড়া আতিকুল ইসলাম মতিন, জয়নাল আবেদীন রতন চেয়ারম্যান, কাজী হযরত আলী, একেএম মোয়াজ্জেম হোসেন, মাসুদ খান, নবী সোলায়মান, রবিউল আউয়াল, আনম সাইফুল ইসলাম, আলী রেজাউল রহমান রিপন, এজিএম সামসুল হক, আতাউর রহমান চেয়ারম্যান, খতিবুর রহমান খোকন, সোহেল রহমান, রফিকুল ইসলাম রাসেল শাহদত চৌধুরীসহ কয়েক হাজার নেতাকর্মী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন