লন্ডনে ফুটবল খেলায় বিশ্বনাথ উপজেলা চ্যাম্পিয়ন হওয়ায় মুক্তিযোদ্ধা প্রজন্মের অভিনন্দন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/BISWANATH-FOOTBALL-TEEM-UK-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লন্ডনে ফুটবল খেলায় বিশ্বনাথ উপজেলা চ্যাম্পিয়ন হওয়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম অভিনন্দন ও শুভেচছা জানিয়েছেন।
লন্ডনে গ্রেটার সিলেট উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টে বিশ্বনাথ উপজেলা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধা প্রজন্ম।
মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি, সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সাধারন সম্পাদক লিমন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ আজিজুর রহমান প্রমূখ এই জয়ে বিশ্বনাথ উপজেলাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখতে এবং নিয়মিত অনুশীলন অব্যাহত রাখার সুপরামর্শ দেন। পাশাপাশি সকলের সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন