লন্ডনে মার্কেটে ভয়াবহ আগুন
উত্তর লন্ডনের ক্যামডেন লক মার্কেট এলাকায় রোববার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে ৭০ জন অগ্নিনির্বাপক কর্মী ও ১০টি গাড়ি কাজ করছে বলে জানিয়েছে বিবিসি।
ক্যামডেন লক মার্কেট একটি জনপ্রিয় পর্যটন এলাকা। এখানে এক হাজারের বেশি দোকান ও স্টল আছে।
অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে তাৎক্ষনিকভাবে জানা যায়নি। লোকজনকে ওই এলাকায় এড়িয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে বাহিনীর পক্ষ থেকে। ‘মার্কেট এলাকার একটি ভবনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় তলা ও ছাদে আগুন লাগেনি।’
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আশেপাশের ভবনগুলোতে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা কোনো আহত লোকের চিকিৎসা করেনি । ঘটনাস্থলেই চিকিৎসক দল মোতায়েন রয়েছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তাদের একটি দল সেখানে অবস্থান নিয়েছে। স্থানীয় সময় রাত ১২ টা ১০ মিনিটে তাদেরকে অগ্নিকাণ্ডের খবর জানানো হয়। তবে কর্মকর্তার সেখানে যাওয়ার আগেই পৌঁছে যায় অগ্নিনির্বাপন ইউনিট।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে ক্যামডেন লক প্লেস এলাকার একটি ভবন জ্বলতে দেখা গেছে।
প্রসঙ্গত, গত মাসে লন্ডনের ২৭ তলা গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহত হয়েছে ৭৯ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন