লন্ডন হামলায় সাড়ে ৭ টনের লরি ব্যবহারের পরিকল্পনা ছিল
লন্ডন ব্রিজের হামলাকারীরা সাড়ে ৭ টনের একটি লরি ভাড়া করার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে পুলিশ। বিবিসি।
তবে প্রয়োজনীয় কাগজ-পত্র দিতে না পারায় শেষ পর্যন্ত ছোট একটি ভ্যান ভাড়া করেন তারা।
গেল সপ্তাহে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর একটি ভ্যান উঠিয়ে দিয়ে হামলা চালানো হয়, পরে কাছের একটি বাজারে ছুরিকাঘাত করে জখম করা হয় কয়েকজনকে।
পুলিশ বলছে, হামলাকারীদের কব্জিতে ১২ ইঞ্চির ছুরি বাধা ছিল ও তাদের সঙ্গে থাকা ভ্যানে পেট্রোল বোমাও ছিল।
৩ জুন স্থানীয় সময় রাত ১০টার দিকে চালানো ওই হামলায় ৮ জন নিহত হন, আহত হন বেশ ক’জন।
হামলাকারীদের প্রকাশিত পরিচয়ে বলা হচ্ছে, তারা হলেন- খুররাম শাজাদ ভাট, রশিদ রেদওয়ান এবং ইউসুফ জাঘবা। তারা তিনজনই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
ভ্যান ভাড়া নিয়ে কোনো কাজে সন্দেহ হলে কোম্পানিগুলোকে সে বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন