লাইসেন্সবিহীন মোটরসাইকেল ধরা পড়লেই শেষ
আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এখন থেকে দেশের কোথাও লাইসেন্সবিহীন মোটরসাইকেল ধরা পড়লেই তা বাজেয়াপ্ত করা হবে। কোনো কিছুর বিনিময়েই ওই মোটরসাইকেল আর মালিককে ফেরত দেয়া হবে না।
বুধবার (২১ জুন) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃক্সখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।
বৈঠকে জানানো হয়, দেশে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিসহ সব খুন সংগঠিত হয়েছে লাইসেন্সবিহীন মোটরসাইকেলে চড়ে। যেমন- রংপুরের জাপানি নাগরিক ওসি কুনিও, ঢাকায় ইতালীয় নাগরিক তাবেল্লা সিজার এবং সবশেষ গাইবান্ধার এমপি লিটনকেও হত্যার জন্য ঘাতকরা ব্যবহার করেছে লাইসেন্সবিহীন মোটরসাইকেল।
বৈঠকে আরো জানানো হয়- খুনের পর দেখা গেছে, খুনিরা যে মোটরসাইকেল ব্যবহার করেছে তার কোনোটারই লাইসেন্স নেই। তাই কোনো ছাড় না দিয়ে সরাসরি লাইসেন্সবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী। এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবসহ বিভিন্ন সংস্থার প্রধানরা ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন