লাকী আখান্দের জন্মদিন উদযাপন করল গুগল
বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখান্দের জন্মদিন আজ। আর এই দিনটি উদযাপন করলো গুগল। শুক্রবার গুগল তাদের ডুডলে একটি ছবি দেয়। যেখানে চোখে পড়ে মাথায় টুপি, হাতে গিটার হাতে চেনা একটি ছবি।
এতে ক্লিক করলেই চলে যাচ্ছে লাকী আখান্দের সংবাদ ও তার বায়োগ্রাফিতে। এই শিল্পীর ৬৩তম জন্মদিন আজ। আর যেটি গুগল তাদের হোমপেজে নতুন ডুডলের মাধ্যমে উদযাপন করল।
লাকী আখান্দ ১৯৫৬ সালের ৭ জুন জন্ম নেন। তিনি একজন কণ্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও মুক্তিযোদ্ধা। বাবার হাত ধরে পাঁচ বছর বয়সে গানে হাতেখড়ি তার। ১৪ বছর বয়সেই এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সংগীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন লাকী আখান্দ। ২০১৭ সালের ২১ এপ্রিল মিটফোর্ড হাসপাতালে ক্যানসারে আক্রান্ত এই শিল্পী না ফেরার দেশে চলে যান।
লাকী আখান্দের জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘এই নীল মনিহার’, ‘আবার এল যে সন্ধ্যা’, ‘আমাকে ডেকো না’। এছাড়া ‘আগে যদি জানতাম’, ‘মামোনিয়া’ এবং ‘হৃদয় আমার’ গানগুলো আজও মানুষের মুখে মুখে শুনা যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন